সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ৫০০ গ্রাম গাঁজা সহ সাব্বির হোসেন নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে, এসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই নাসির উদ্দিন, সঙ্গীয় ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে উপজেলাল পাকুল্লা ইউনিয়নের আচারের পাড়া (বাবলাতলা) এলাকার বেলাল প্রামাণিক এর ছেলে সাব্বির হোসেন নামের এক মাদক কারবারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান আসামিকে ২৮ডিসেম্বর সকালে পুলিশ স্কটের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply