1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :

বাঁচতে চান মুন্নি, সাহায্য কামনা

  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬

চিলমারী (কুড়িগ্রাম)সংবাদদাতাঃ একমাত্র কন্যাসন্তানের জন্য বাঁচতে চায় চিলমারীর অ্যাভাসকুলার নেক্রসিস (এভিএন) রোগে আক্রান্ত মাহমুদা আক্তার মুন্নি (৩২)। এভিএন রোগে ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্ট প্রতিস্থাপন করলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে মুন্নি। কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট রেলওয়ে স্টেশনের পাশে শিকারপাড়া এলাকার রিকশাচালক মঞ্জু মিয়ার মেয়ে মাহমুদা আক্তার মুন্নি।

সংসারের অভাব মেটাতে ২০০৭ সালে এইচএসসি পাশ করা মুন্নি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা শুরু করেন। বিয়ে হয় বজরাতবকপুর এলাকার মমিনুল ইসলামের সঙ্গে। তাদের ১২ বছর বয়সের একটি কন্যাসন্তানও রয়েছে। বেকার স্বামীর সংসারে থেকে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করে যা আয় করেন তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলে। বেশ কিছু দিন ধরে পায়ে ব্যথা অনুভূত করেন মুন্নী।

এরপর সে ব্যথা হঠাৎ কোমর পর্যন্ত উঠতে থাকে। ব্যথার কারণে আস্তে আস্তে চলাফেরা বন্ধ হয়ে যায় মুন্নির। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান অ্যাভাসকুলার নেক্রসিস রোগে আক্রান্ত হয়েছেন মুন্নি। অর্থাৎ গোটা হিপ জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক গোটা হিপ জয়েন্ট প্রতিস্থাপন করলে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর এ জন্য সব মিলে মোটা অংকের টাকার প্রয়োজন। রিকশাচালক বাবা এবং বেকার স্বামীর পক্ষে এত টাকা জোগান দেওয়া অসম্ভব। ১২ বছর বয়সের কন্যা মিথিলার কথা ভেবে বাঁচতে চায় মুন্নি। এ জন্য তিনি বিত্তশালীদের সহযোগিতা কামনা করেন। সহায়তা করতে যোগাযোগ করুন মাহমুদা আক্তার মুন্নী অথবা তার স্বামীর সাথে। সহায়তা পাঠাতে বিকাশ অথবা নগদে টাকা পাঠাতে পারেন ০১৭০৫-৮৫৯৪১২ এই নম্বরে। ব্যাংক হিসাব নম্বর ৫২০৪৩০১০২৮৩৫২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট