সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী পাড়ে ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে।কনকনে শীত আর ঠান্ডা বাতাসের পাশাপাশি গত কয়েক দিন ধরে সূর্যের দেখা নাই উপজেলাতে। ফলে শীত বেড়েছে কয়েকগুণ। আর এ শীতের রাতে শীত নিবারণের জন্য রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে দরিদ্র মানুষদের মাঝে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কম্বল বিতরণ করেছেন কামালপুর ইউপি চেয়ারম্যান বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাছেদুউজ্জামান রাছেল।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮থেকে ১টা পর্যন্ত ৩শ’ কম্বল উপজেলার কামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্তদের বাড়িতে গিয়ে তাদের গায়ে মুড়িয়ে দিচ্ছেন উষ্ণতার কম্বল।
সহায় সম্বলহীন বেশ কয়েকজন শীতার্ত মানুষ জানান, ‘শীত যায়, শীত আসে। কোনোদিন হামাগিরে বাড়িত কেউ এডা কম্বল নিয়ে আসেনি। আজকে হামাগিরে চেয়ারম্যান বাবা রাছেল বাড়িত এসে কম্বল দিয়ে গেলো। কম্বল পাওয়া সবার অভিব্যক্তি একই রকম। কম্বল পেয়ে যে খুশি অসহায় শীতার্ত মানুষ তা তাঁদের কথার মাধ্যমে বুঝা গেলো।
কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ব্যক্তিগণ বলেন, টাকার অভাবে এই শীতে কম্বল কিনতে পারিনি। ছেড়া কাঁথায় শীত মানে না। খুব কষ্ট হছিলো। একন হামাগিরে শীতে কষ্ট করতে হবিনে। হামাগিরে চেয়ারম্যান হামাগিরে বাড়িতে এসে কম্বল দিছে। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’
ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল প্রকৃত অসহায় মানুষকে আমি ঘরে ঘরে পৌছে দেব। আমি চেষ্টা করবো প্রকৃত অসহায় মানুষজন যেন পায়।
Leave a Reply