মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বাগবের গ্রামের যুবলীগ নেতা শাহাদৎ হোসেন এর নির্মানাধীন বাড়ীতে বগুড়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম উপস্থিত থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১১৩০ বস্তা চাল জব্দসহ সীলগালা করে উক্ত বিল্ডিংএ রাখেন। চাল উধাও হওয়ার মর্মে খবর প্রকাশ হলে গত ২২শে ডিসেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এর নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের নিয়ে সীলগালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায়, গুদামে ১১৩০ বস্তা চালের মধ্যে ১১২৪ বস্তা চাল নাই। পরে সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বাদী হয়ে এজাহার দায়ের করলে থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর দিক নিদের্শনায়, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী নেতৃত্বে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) আশরাফুল আলমসহ অন্যান্য অফিসার ফোর্সদের সহায়তায় এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ৩০শে ডিসেম্বর,শুক্রবার ঘটনার সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার বাগবের গ্রামের মৃত নুরু প্রামাণিকের ছেলে বেলাল হোসেন (৩৫), আন্দর বাড়ি গ্রামের তোফা ফকিরের ছেলে রুসাত (২৮), আন্দর বাড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে রায়হান কবির (২৭)। এসময় চোরাই চাল বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, যাহার রেজিঃনং-যশোর-ড-১১-০৮৮৪ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজ মুখে স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আসামীদের জবানবন্দীতে চাল চুরির ঘটনার সাথে জড়িত মুল হোতাদের নাম ঠিকানা প্রকাশ করলেও তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি থানা পুলিশের পক্ষ থেকে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Leave a Reply