কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার খারিয়া নিশিন্দারা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশু সন্তান হোসেন আলীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া গেছে। হোসেন খারিয়া নিশিন্দারা গ্রামের আবু তোহার পুত্র।
জানা গেছে আবু তোহা প্রায় দু-বছর আগে দ্বিতীয় বিয়ে করার তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন হোসেনের মা পিয়ারা বেগম। মামলা মোকর্দ্দমার কারণে পিয়ারা বেগম পিত্রালয়ে রয়েছেন। শিশুপুত্র হোসেন তাঁর পিতার বাড়িতে সৎ মায়ের কাছে ছিলো।
গতকাল মঙ্গলবার নকাল ৯ টার দিকে খারিয়া নিশিন্দারা গ্রামের একটি পুকুরের পানি থেকে হোসেনের মৃত দেহ উদ্ধার করা হয়। হোসেনের বাবা আবু তোহা পুলিশকে জানাই তাঁর ছেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হোসেনের মা পিয়ারা বেগমের সন্দেহ মামলা মোকর্দ্দমার কারণে তাঁর ছেলেকে হত্যা করেছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটি’র মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
Leave a Reply