মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত চুরি মামলার আসামী হলো, নারচী ইউনিয়নের চর হরিনা গ্রামের মোজাম্মেলের ছেলে আলম মিয়া (২৭), ফুলবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত-জোব্বার প্রামাণিকের ছেলে খোকন মিয়া (৩৩)। এছাড়াও মাদক সেবনকারী গ্রেফতারকৃত আসামিরা হলো, হরিনা নয়াপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে রব্বানী মিয়া (২৮), মাঝবাড়ীর মধ্যপাড়া গ্রামের মোজাম মণ্ডলের ছেলে রানা মন্ডল (৩০), হরিনা নয়াপাড়া গ্রামের ছাবজলের ছেলে জিকো ডালিম (২৬), পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের সুরুজ্জামানের ছেলে রতন মিয়া (২৬), একই সাথে গ্রেফতারী পরোয়ানার আসামী হলো পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের জলিলের ছেলে লিটন মিয়া।
উক্ত আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Leave a Reply