মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারী পরোয়ানার হলো উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এরফান আলীর ছেলে শিহাব মিয়া (৩৮)। একই সাথে অভিযান পরিচালনা করে জব্দকৃত গুদাম থেকে সরকারি চাল চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামী ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের হায়দার ফকিরের ছেলে আছাব্বর ফকির (৪২) কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানার আসামী ও একই সাথে সীলগালা গুদাম থেকে সরকারী চাল চুরির মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply