কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী টনির বড় ভাই আয়ুব আলী (৬৫) মারা যান। গতকাল সোমবার বাদ যোহর তাঁর জানাযা নামাজ কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হয়। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে শরিক হন কাহালু-নন্দীগ্রাম আসনে উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি বদরুজ্জামান খান বদের, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীরা।
Leave a Reply