মুহাম্মাদ আবু মুসাঃ ০৯ জানুয়ারি/২৩ সোমবার বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মাহ্ফিল ও নবীন বরণ অনুষ্ঠান-অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও হাম্দ-নাতে রাসূল (সা:) পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, এসএম নাহিদ হাসান, সৈয়দা লতিফা আকতারসহ বিদ্যালয়ের সকল সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ফেরদৌস আলম, সিনিয়র শিক্ষক মোছাঃ বদরূন্নাহার বেগম, সহকারী শিক্ষক গৌরাঙ্গ দাস, মহসিন আলী ও ফারজানা খানম। ছাত্রিদের মধ্যে হতে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রি মুহুর্ত সরকার, মেহেরিন হোসেন প্রার্থী। এছাড়াও নবীন ছাত্রিদের মধ্যে হতে বক্তব্য রাখেন ১ম শ্রেণির ছাত্রি সিদরাতুল মুনতাহা, দীক্ষা অধিকারী, ২য় শ্রেণির ছাত্রি মালিহা মেহেজাবিন, ৩য় শ্রেণির ছাত্রি নাজিফা ইবনাত, সামিহা ইসলামসহ অনেকেই। আলোচনা ও দোয়া পরিচালনা করেনÑ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মোঃ মোস্তফা কামাল ও রুহুল আমিন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply