1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ব্যতিক্রমী পোষা বিড়ালের প্রদর্শনী অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৭৪

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ বগুড়া শহরে হয়ে গেল ব্যতিক্রমী এক বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী হয়েছে। পরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বগুড়া জেলা পেটস কেয়ার টিমের আয়োজনে এদিন প্রদর্শনীতে দেশি-বিদেশি মিলে প্রায় ২০০ বিড়াল ও কুকুর নিয়ে অংশগ্রহণকারীরা হাজির হন।
প্রদর্শনীতে দেড় বছর বয়সী ব্রিটিশ লং হেয়ার জাতের একটি বিড়াল নিয়ে এসেছেন শিক্ষার্থী নিশাত তাবাসসুম। তিনি বলেন, ‘এই বিড়ালকে প্রাণী হিসেবে নয়, আমরা একে পরিবারের সদস্য হিসেবে লালনপালন করি। এর বয়স দেড় বছর। শুরু থেকে যত্ন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাকে লালন করে আসছি। ওর সামান্য কিছু হলেই আমার বাবা-মা দুশ্চিন্তায় পড়েন।’ সূত্র- কালবেলা
এদিন প্রদর্শনীতে দেখা গেছে লন্ডন থেকে আমদানি করা কুকুর ‘গোল্ডেন রেড ট্রিভার’। এই কুকুরের বিষয়ে শ্রাবণী সুলতানা বলেন, ‘মূলত আমি এই প্রাণীকে নিজের নিরাপত্তার জন্যই লালন-পালন করছি। দিনের বেশিরভাগ সময়ই একে আমার সঙ্গে রাখি। আজ এই প্রদর্শনীতে এসেছি একে ভ্যাকসিন দেওয়ার জন্য।’
বগুড়ায় পোষা প্রাণীদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন পেট কেয়ার টিম। তারা মূলত শহরের কুকুর-বিড়াল, তথা পোষা প্রাণীদের সেবার ব্যবস্থা করে থাকে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনার শিকার প্রাণীগুলো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাও করে সংগঠনটি। বগুড়ার জেলা স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে এর সদস্য সংখ্যা ২১।

এদিকে প্রদর্শনীতে কয়েকজন অংশগ্রহণকারী পোষ্য প্রাণী পালকদের পুরস্কৃত করা হয়। আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো ও ভিডিও কনটেস্টের জন্য প্রিয় পোষ্যদের ছবি চাওয়া হয়। পরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া র‍্যাম্প শোতে যেসব প্রাণী অংশগ্রহণ করবে তাদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

প্রদর্শনীর আয়োজক মঈনুল হাসান বলেন, ‘বগুড়ায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। মূলত পোষা প্রাণীদের হিসাব সংরক্ষণ ও তাদের ভ্যাকসিনেশন করাতেই এই আয়োজন করা হয়েছে।’

এদিন আলোচনা সভায় মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। এতে উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।

এ ছাড়াও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ও জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এ্যাডোনিস বাবু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট