মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কুঠিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আলম (৩২), নিয়ামত প্রাং এর ছেলে শাহাজাহান (৩২) একই সাথে অভিযান পরিচালনা করে অপহরনে সহায়তাকারী ঘুঘুমারী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ আকন্দ (৬০)সহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে গ্রেফতারসহ মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply