কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ১৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শনিবার কাহালু থিয়েটারের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। নাট্যাচার্য ড. সেলিম আল দীনের প্রয়াণ দিবসের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাত আলী বাদশা, কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, কাহালু থিয়েটারের সিনিয়ার নাট্যকর্মী সাইদুর রহমান, মুনছুর সরদার, নাট্যকর্মী বাবু, সিদ্দিক ও গুলশান আরা।
Leave a Reply