মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ কর্তৃক মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, জঙ্গীবাদ, আত্নহত্যা সহ অপরাধ সমুহ প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুলের সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম নিপুর সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক, শিক্ষার্থী তাসলীমা আক্তার,গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম পাইলট, স্কুলের শিক্ষক মুক্তার হোসেন, মুস্তাফিজার রহমান, ব্যবসায়ী আশরাফ আলী সরকার, সারিয়াকান্দি অনালাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিবলী সরকার প্রমুখ। এ ছাড়াও উক্ত কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের প্রভাষক কামরুজ্জামান।
Leave a Reply