সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা পরিষদের মাধ্যমে প্রাপ্ত কম্বল উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারী শুক্রবার সকাল ১১ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন এর সভাপতিত্বে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করেন এমপি সাহাদারা মান্নান।
উক্ত আলোচনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, সাকোয়াত হোসেন সজল, বালুয়ার ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, সদর ইনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সঞ্চলনায় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বাবলু আকন্দ, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, যুবলীগ নেতা নাহিদ হাসান জিতু, এন এ জাহান জুয়েল।
এ সময় পৌরসভা, সদর ইউপি ও বালুয়া ইউনিয়নের ৩০০ ভ্যান শ্রমিকদের কম্বলসহ টিআর এর বরাদ্দ থেকে ও ২৯ টিউবওয়েল এবং উপজেলার ১৩ টি মসজিদ ও মন্দিরে চেক বিতরণ করেন।
Leave a Reply