সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষে উপহার পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বেচে দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এক সুবিধাভোগীকে। একই সঙ্গে ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কদমতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘর বিক্রি অভিযোগের সত্যতা পাওয়ায় জামরুল শেখ নামে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।সূত্র- কালবেলা
ইউএনও জানান, জামরুল শেখ মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্বে জমিসহ দুই কক্ষের একটি সেমিপাকা ঘর উপহার পান। কিন্তু সেই ঘরে তিনি থাকতেন না। দুই মাস আগে একই আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ইদ্রিস আলী আকন্দের কাছে ঘরটি ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন।
ফিরোজা পারভীন জানান, অভিযোগ পেয়ে শুক্রবার সকালে অভিযান চালিয়ে সত্যতা মেলে। এ কারণে জামরুল শেখকে সাজা দেওয়া হয়েছে। তাকে আর ঘর দেওয়া হবে না। তার পরিবর্তে অন্য একজন ভূমিহীনকে ঘরটি দেওয়া হবে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘর বিক্রি প্রসঙ্গে জামরুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি বিক্রি করে অন্যস্থানে জায়গা কিনেছি। এখন পরিবার নিয়ে সেখানেই থাকি।
ঘরটির ক্রেতা ইদ্রিস আলী আকন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে ঘর উপহার দিয়েছেন, তার পাশেই জামরুল শেখের ঘর। অভাবের কথা বলে তার উপহারের ঘরটি আমার কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে। আমি কিস্তির টাকা দিয়ে ঘরটি কিনেছি।’
Leave a Reply