সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে নাইম হোসেন নামে ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাইম উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ বছর মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল নাইমের।পরিবার সূত্রে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই বিষাদগ্রস্ত ছিল নাইম।-কালবেলা
শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, শনিবার রাতের কোনো এক সময় নাইম তার ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে কাঁঠাল গাছে লাগিয়ে ফাঁস নেয়। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ওসি আরও জানান, ফাঁস নেওয়ার আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাইম তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেয়। তার ফেসবুক আইডির বায়োতে লেখা আছে, ‘কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন’। এসব লেখা ধারণা করা যায়, নাইম মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিল।
Leave a Reply