সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলায় শুরু হয়েছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ২৬ জানুয়ারি সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর
সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এহিয়া কামাল,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,বয়ড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম,মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল আলিম ও স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। এ সময় উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা,মৎস অফিসার হাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী, অন্যান্য অফিসার,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল সহ অনেকে উপস্থিত ছিলেন।
ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রেনী ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিবে। ষষ্ঠ থেকে অস্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নিবে এই প্রতিযোগিতায়।
‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিবে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ , শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।
Leave a Reply