বগুড়া প্রতিনিধিঃ আগামীকাল ২৮ই জানুয়ারী শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউপির আড়িয়াঘাটে বাঙ্গালী নদীর তীরে স্নান এবং এ উপলক্ষে বসবে মেলা । ইতিমধ্যেই ওই আড়িয়াঘাটে নদীর তীরে হরেক রকমের পণ্যের দোকানীরা তাদের দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন । প্রতি বছর শুক্লা পঞ্চমীর একদিন পর সপ্তমী তিথীতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই স্নানের উৎসব বাঙ্গালী নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে । সনাতনী নারী পুরুষের পুর্ন অর্জনের আসায় নদীর জলে স্নান শেষে নতুন কাপড় পড়ে একে অপরকে সিধুর রাংগীয়ে সবাই একসাথে বসে চলে দই,চিরা,মিষ্টি খাওয়ায় উৎসব ।
উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী অসিম কুমার জৈন নতুন বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের স্নানের উৎসবে আগত অতিথিদের স্নান শেষে পরিধেয় বস্ত্র ছাড়ার জন্য কাপড় দ্বারা ঘেরার ব্যাবস্থা করা হচ্ছে ।
Leave a Reply