সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুর নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন জানান, ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে নির্বাচনী ক্যাম্প আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের ওই সময় ক্যাম্পে কেউ ছিল না। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘শুনেছি বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা ওই ক্যাম্পে এবং গ্রামের বিভিন্ন স্থানে ঝোলানো নৌকা মার্কার পোস্টারও পুড়িয়ে দিয়েছে।’
বগুড়া সদর থানা পুলিশ পরিদর্শক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। বিষয়টি জানার পরপরই থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, আগামীকাল বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) শূন্য আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply