প্রেস রিলিজঃ দৈনিক বগুড়া পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি ও দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান তুহিনকে ১জুলাই/২২ রাতে সন্ত্রাসী কর্তৃক হামলায় চালিয়ে আহত করেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে গতকাল শনিবার (২জুলাই/২২) হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসসহ সার্বিক খোঁজ খবর নেন জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, রাজশাহী বিভাগীয় সভাপতি আলহাজ¦ মমিনুর রশীদ সাইন, জেলা কমিটির সদস্য জাকির হোসেন, তাহেরা জামান লিপি, সানাউল হক। এ ছাড়া সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ এই সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন পৃথক এক বিবৃতিতে।
Leave a Reply