মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ডোমকান্দী জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান এমপি মেমোরিয়াল ক্লাব এন্ড স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। মাহফিলের সভাপতিত্ব করেন হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এটিএম শফিকুল হাসান জুয়েল। এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলালুজ্জামান হেলাল,মাওলানা মোঃ মোস্তফা আল- হুসাইন যুক্তিবাদী সাতক্ষীরা। তাফসীর পেশ করেন আল কুরআন রিসার্চ ফাউন্ডেশন এর গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মাওলানা মোঃ সিয়াম হোসেন বাস্তববাদী, মাওলানা মোঃ আকবর আলী তুফানি, হাফেজ মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী ও হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল আমিন। এ সময় সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি জাকারিয়া হোসেন মিটন, সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর রাকিবুল হাসান শিপন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম, সরিয়াকান্দি কুতুবপুর শাখা ব্যাংক এশিয়া পার্টনার ইঞ্জিনিয়ার আহসান হাবিব রিপন, মসজিদের সভাপতি নজরুল ইসলাম তোফা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাখাওয়াত হোসেন সজল অত্র মসজিদ এবং ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা দেওয়ার সম্মতি জ্ঞাপন করেন।
Leave a Reply