কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়েছে পড়েছেন গ্রাহকরা। দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ১১ ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছেনা। কিছুদিন আগে এখানে বিদ্যুতের কোন ঘাটতি না থাকলেও বিদ্যুৎ বিভ্রাট থেকে পরিত্রান পায়নি গ্রাহকরা। গত শনিবার থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে বর্তমানে জাতীয় গ্রিডের সমস্যায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। দুপচাঁচিয়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবির জানান, কিছুদিন আগে এখানে বিদ্যুৎ ঘাটতি ছিলোনা। গত শনিবার থেকে জাতীয় গ্রিডের সমস্যায় আমাদের চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। তার তথ্যমতে দুপচাঁচিয়া বিদ্যুত অফিসের অধিনে গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা ২২ মেগাওয়াট। আগে চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ করা হলেও গত শনিবার থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ১০ মেগাওয়ার্ট। কবে বিদ্যুৎ পরিস্থিত স্বাভাবিক হবে সেই বিষয়ে সুনিদ্রিষ্ট কোন তথ্য দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবির।
Leave a Reply