
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে ১৪৪ ধারা অমান্য করে জমিতে বোরোধান চারা রোপন করার অভিযোগ উঠেছে। আদালতে ১৪৪ ধারার জন্য মামলা করে আদেশ প্রাপ্ত হয়ে নিজেই আদেশ অমান্য করে জমিতে জোরপূর্বক বোরোধান রোপন করলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা গ্রামের একাব্বর প্রাং এর স্ত্রী নিলুফা ইয়াসমিন । এ ঘটনায় উভয় পক্ষের লোকদের মাঝে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, হরিণা গ্রামের মৃত সিদ্দিক প্রাং এর ছেলে হেলাল প্রাং ও তার ওয়ারিশগণ ফুলবাড়ী মৌজার হাল দাগ-১৯০৩৯ এর ৮১ শতক জমির মালিকানা দাবী করে দীর্ঘদিন ধরে মামলা মোকর্দ্দমা চালিয়ে আসছে একই গ্রামের নিলুফা ইয়াছমিন ও তার ওয়ারিশগনের সাথে। জমির মালিকানা বিরোধ তুঙ্গে উঠলে নিলুফা ইয়াছমিন ১৪৪/১৪৫ ধারার দাবীতে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় আদালত ১৪৪ ধারা আদেশ জারী করেন। কিন্তু বাদী নিজেই আদেশ অমান্য করে ৬ ফেব্রæয়ারী জমিতে বোরোধান লাগান।
নিলুফার প্রতিপক্ষ হেলাল উদ্দিন বলেন, আমি এতে হতবাক হয়েছি। আদালতের নির্দেশ অমান্য করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল সহ জোড় পূর্বক বোরোধানের চারা রোপন আইন অমান্য ছাড়া আর কিছু নয়। অপরদিকে নিলুফা ইয়াছমিন বলেন, আমার জমিতে আমি ইরি-বোরো ধান লাগিয়েছি, সিজন চলে গেলে ধান লাগিয়ে কি হবে? তাই আমি আমার জমিতে ধান লাগিয়েছি।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ফুলবাড়ী ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই মাহাবুব হাসান বলেন, এটি আদালতের বিষয়, এ বিষয়ে আদালতই সঠিক সিদ্ধান্ত দিবে। আমাদের কিছু করার নেই।
Related
Leave a Reply