গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আওতায় ৫টি প্রকল্পের মাধ্যমে ১০লাখ টাকা ব্যয়ে ১’শ ৩০জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আলমগীর রহমান, আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান বলেন, সংসারে পুরুষের পাশাপাশি বাড়তি অর্থ উপার্জনের জন্য নারীরা সহায়ক ভূমিকা পালন করতে পারে। সে কারণেই অভাবগ্রস্থ পরিবারের নারীদের চিহিৃত করে তাদের মাঝে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply