গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ থানা পুলিশের হাতে চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে৷ আটকৃত চোরেরা হলো, শহিদুল (২৩) পিতা সিরাজ, পলাশ (২৮) পিতা আবুল হোসেন। এরা মোকামতলা ইউনিয়নের শংকপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোকামতলা শংকপুর গ্রামের আব্দুল রশীদের পুত্র দরিদ্র অটোভ্যান চালক আজিজুল ইসলামের ভ্যান গত কয়েকদিন পূর্বে চুরি হয়ে যায়। এঘটনায় অটোভ্যান চালক আজিজুল শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল পৌনে ৩টায় চোর চক্র চোরাই ভ্যানটি নিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিল। এসময় শিবগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশের একটি সঙ্গীয় ফোর্স মোকামতলার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের চোরাই অটোভ্যান সহ আটক কে থানায় নেওয়া হয়।
এবিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, দরিদ্র অটোভ্যান চালক আজিজুল এর ভ্যান চুরির অভিযোগ পেয়ে চোরদের অটোভ্যানসহ আটক করতে সক্ষম হয়েছি৷ আটককৃত অটোভ্যান চোর চক্রের ২ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply