শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে মাঠে মধ্যে রজ্জব আলী (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে বিকাল সাড়ে ৬টায় পৌর এলাকার বগিলাগাড়ী ডিপ টিউবওয়েল এর পার্শ্বে মাঠের মধ্যে। সে পৌর এলাকার বেড়াবালা অর্জুনপুর গ্রামের মহির উদ্দিন এর ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রজ্জব আলী প্রতিদিনের ন্যায় সোমবার বেলা ১১টায় গরুর খাবার ঘাস কাটতে বগিলাগাড়ী মাঠে যান। তারপর তিনি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন চিন্তি হয়ে পড়েন। বিকাল সাড়ে ৬টায় পৌর এলাকার দহিলা এলাকার স্থানীয়রা ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার লাশ নিয়ে বাড়িতে যান।
এব্যাপারে তার বড় ছেলে আবু সাঈদ বলেন, আমার পিতা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বাড়িতে না ফেরায় লোক মুখে শুনতে পারি আমার পিতার লাশ বগিলাগাড়ী মাঠের মধ্যে পড়ে রয়েছে। আমি সহ আমার পরিবারের লোকজন আমার পিতার মৃত দেহ নিয়ে আসি।
কাউন্সিলর আবু কালাম আজাদ বলেন, রজ্জাব আলী ঘাস কাটতে গিয়ে মৃত্যু বরণ করেছে।
Leave a Reply