কাহালু (বগুড়া) প্রনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার কাহালুতে কোন ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, তার জন্য পুলিশের বাড়তি সতর্কতা রয়েছে। কোরবানির পশুরহাটে ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশকেও কাজে লাগিয়েছেন। জানা গেছে তিনি এই থানায় আসার পর মাদকসহ সকল প্রকারের অপরাধ দমনে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তিনি এখানে আসার পর অপরাধী আটক হলে তাকে তদবির করে থানা থেকে ছাড়ানোর কোন নজির নেই। অপরাধ দমনে তিনি সব-সময় সজাগ থাকার চেষ্টা করেন। বিশেষ করে কোরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থানে পশুরহাটে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশকেও অবস্থান করতে দেখা গেছে পশুরহাটের বিভিন্ন পয়েন্টে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টিসহ কেউ যাতে কোন ধরণের অপরাধ সংঘটিত করতে না পারে তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশ আন্তরিকভাবে কাজ করায় পশুরহাট থেকে শুরু করে এখন পর্যন্ত তেমন কোন অপরাধ সংঘটিত হয়নি। ঈদে কেউ কোন ধরণের অপরাধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Leave a Reply