কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন, কাহালু থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
অমর ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহরে কাহালু কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকল ভাষা শহিদের স্বরণে উপজেলা সদর থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply