1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

গাবতলীতে নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তার সংস্কার কাজ!

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮২

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তার সংস্কার কাজ। যেন দেখার কেউ নেই। নিন্মমানের ইটের কাজ বন্ধের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরে নেপালতলীর সাবাসপুর ও কালুডাঙ্গা এলাকাবাসী অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে নিন্মমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর। কিন্তু এরপরও চিঠির কোন কর্ণপাত না করে এই নিন্মমানের ইট ব্যবহার করে যাচ্ছেন এই ঠিকাদার।
জানা গেছে, গাবতলীর সুখানপুকুর হতে নেপালতলীর সাবাসপুর পর্যন্ত পাকা সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে। ছোট ছোট যানবাহনের পাশাপাশি ভাড়ী যানবাহনও চলাচল করে এই রাস্তায়। রাস্তাটি দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দরে পরিনত হয়েছে অনেক আগেই। তাই এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার জন্য বর্তমান সরকারের জিওবি মেন্টেনেন্স প্রকল্পের অর্থায়নে ও উপজেলা এলজিইডির বাস্তবায়নে এক কোটি ৩১লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাসে রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার আহবান করেন। এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটির সংস্কার (কার্পেটিং) কাজ পায় বগুড়ার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহিন এন্টারপ্রাইজ। ইতিমধ্যে মেসার্স মাহিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী গোলাম রব্বানী কাজটি শুরু করেছেন। কাজের শুরুতেই তিনি রাস্তার দু’পাশের এজিং উঠিয়ে ফেলে পুরাতন ইটের পাশাপাশি একেবারে নিন্মমানের ইট ব্যবহার করছেন। এছাড়াও সড়কটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাটি ও পুকুরের ধারে সিডিউল অনুযায়ী মোট ৬০ মিটার গাইড ওয়াল নির্মাণের নির্দেশ রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান গাইড ওয়াল কিংবা রাস্তার পাশে ভাঙ্গা স্থানে মাটি না দিয়েই কোন রকমে তিনি এজিং এর কাজ করে যাচ্ছেন। নিন্মমানের ইটের কাজ বন্ধের জন্য ছবিসহ জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে নেপালতলীর সাবাসপুর ও কালুডাঙ্গা এলাকাবাসী অভিযোগ করেছেন। কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না নিন্মমানের ইট ব্যবহার। এতে করে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী বলছেন, জীবনে কোন দিন দেখিনি যে রাস্তা সংস্কার কাজে এতো নিন্মমানের ইট ব্যবহার হয়। এই নিন্মমানের ইট ব্যবহারের ফলে রাস্তার স্থায়ীত্ব টেকসই হবে না। ভারী ও হালকা যানবাহন চলাচল করা শুরু হলেই খুব অল্প সময়ের মধ্যেই দু’ধারের এজিং এর ইট ভেঙ্গে রাস্তাটি আবারও নষ্ট হয়ে যাবে। তাই অতিদ্রæত এই ইট সরিয়ে নিয়ে ভালো মানের ইট স্থাপনের দাবী এলাকাবাসীর।
এবিষয়ে নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর সঙ্গে কথা বললে তিনি জানান, সরকারের টেকসই উন্নয়ন ব্যহত করতেই ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের ইট ব্যবহার করছে। সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে সিডিউল অনুযায়ী রাস্তাটি সংস্কার কাজ করার দাবী জানান তিনি। এ প্রসঙ্গে মেসার্স মাহিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী গোলাম রব্বানী গত ২১ ফেব্রæয়ারী দুপুর ২টা ২৬ মিনিটে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের বলেন, কাজ দেখার দায়িত্ব আপনাদের নয়। ওটা অফিস দেখবে। আপনাদের যদি ৫’শ ১ হাজার টাকা লাগে তাহলে নিয়ে যান। না হলে পেপারে ছাপায়ে দেন। এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি এবং মোবাইল ফোনে ব্যবহৃত নিন্মমানের ইট সরিয়ে নিতে বলা হয়েছে। তারপরও যদি না সরিয়ে নেয় তাহলে ওই কাজের বিল দেয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট