গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ে আয়োজনে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-২ শিবগঞ্জ ৩৭ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ (এমপি)।
তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসেও দেশের অনেক মানুষ অশিক্ষিত রয়েছে। শুধু তাই নয় এক শ্রেণীর মানুষ মাদক কারবারে জড়িয়ে সমাজকে কলুষিত করছে। আমরা যখন দেখি একটি শিশু বিদ্যালয়ে না গিয়ে সে অন্য পেশায় কাজ করছে তখন খুবই কষ্ট লাগে যে এদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। আমি ৯বছরে এমপি হয়ে এ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে একাডেমিক ভবন দিয়েছি। যাতে শিক্ষার মান নিশ্চিত হয়। মহাস্থান হাইস্কুলেও ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন দিয়েছি। শিবগঞ্জ উপজেলার ভিতর মহাস্থান হাইস্কুল হবে একটি মডেল স্কুল। শুধু তাই নয়, মহাস্থান উচ্চ বিদ্যালয় হবে “শেখ রাসেল স্কুল অব ফিউচার” যার ফলে সরকার, সংশ্লিষ্ট সংস্থা, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ৩২টি মডিউলে সমৃদ্ধ এলএমএসের মাধ্যমে অ্যাকাডেমিক, নন-অ্যাকাডেমিক ও এক্সটা-কারিকুলার কার্যক্রম ও উন্নয়ন একনজরে দেখা ও মূল্যায়ন করা যাবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে।
এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তব্য, দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, কবিতা আবৃত্তি, নৃত্য, দেশত্ববোধক গান ও চমকপ্রদ ইভেন্ট সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, শিবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব, হুসাইন শরীফ সঞ্চয়, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ প্রামানিক, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এরফান আলী, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সোহেলী পারভীন, আয়েশা ছিদ্দিকা, শহিদুল ইসলাম, সুফি আলম, খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম, মেহেরুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, ফেরদৌস আলম, লিখন প্রাং, তোয়াফ মন্ডল, জাহেদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply