সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এই প্রথম চাইনিজ ফাস্টফুড ‘আপন কফি এ্যান্ড ক্যাফে’ শপ এর উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই বুধবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ রোডে চাইনিজ ফাস্টফুড আপন কফি শপের উদ্বোধন করেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আপেল আকন্দ, আপন কফি এ্যান্ড ক্যাফের পরিচালক নাজিম আকতার, মাওলানা আফজাল হোসেন, আকমল হোসেন, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, এবিএম ওমর ফারুক বেঞ্জু, কামরুজ্জামান রোমান, আজিজুল ইসলামসহ স্থানীয় সুধীবৃন্দ। এখানে পাওয়া যাবে ক্রিসপি চিকেন বার্গার, স্পেশাল পিজ্জা, নাগা উইংস, স্প্রিং রোল, চিকেন পেটি বার্গার, ক্রেসপি ফ্রাইভ চিকেন, গ্রীল চিকেন, চিকেন স্যান্ড উইচ, স্পেশাল কাচ্চি, স্টুডেন্ট বার্গার, চিকেন লাগেটস, ফ্রাইড অনথন, ফ্রেন্ড ফ্রাই, চিকেন ফ্রাই, রেড পাস্তা, চাওমি নুডস, ড্রাগন জুসসহ সকল ধরনের জুস এবং বিভিন্ন সাদে চা ও কপি দেশি বিদেশি খাবার।
Leave a Reply