মুহাম্মাদ আবু মুসাঃ বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে আরো গতিশীল এবং যুগোপযোগী করতে অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছেন । সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আই সি টি বিষয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা এবং তাদেরকে স্ব-প্রণোদিত হয়ে জ্ঞান অর্জন করার জন্য উত্তরবঙ্গের বগুড়ার স্বনামধন্য কম্পিউটার ব্যবসায়ী প্রতিষ্ঠান “খান কম্পিউটারস” এর উদ্যোগে ICT Genius (To build a smart Bangladesh) শিরোনামে আজ মঙ্গলবার বগুড়া গাবতলীর সুখানপুকুরস্থ সৈয়দ আহম্মদ কলেজের অডিটোরিয়ামে এক কুইজ রিয়েলিটি শো এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন আইসিটি শিক্ষক মিজানুর রহমান, লেনেভোর পক্ষে এক্সিউটিভ আল ইমরান, কম্পিউটার সলিউশনে পক্ষে এরিয়া ইনচার্জ হাফিজুর রহমান, সুরভি এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ তন্ময় দাস, আসূস গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে শফিকুল ইসলাম, ইউনিভার্সাল কম্পিউটার বিডির পক্ষে আবু হাসনাত এবং এক্সেল টেকনোলজির পক্ষে শহিদুল ইসলাম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রেডিও মুক্তির স্টেশন ইনচার্জ আরিফ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাইদুজ্জামান বলেন, বর্তমান সরকার আইসিটি বিষয়কে যেভাবে গুরুত্বের সাথে জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রশংসার গুরুত্ব বহন করে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। খান কম্পিউটারস এর উদ্যোগে আয়োজিত এই কুইজ শো বিগত বৎসর সমূহেও চলমান ছিল এবং এই বৎসরের জন্য আজ থেকে সৈয়দ আহম্মদ কলেজের মাধ্যমে প্রথম উদ্বোধন করা হয়; যা পরবর্তীতে ধারাবাহিক ভাবে অন্যান্য স্কুল-কলেজ সমূহেও চলমান থাকবে। পরিশেষে খান কম্পিউটার এর সত্ত্বাধিকারী তৌহিদ আহমেদ খান (লিনটন) বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সকল ছাত্র ছাত্রীকে আইটি বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। সেই সাথে সরকার যেহেতু উন্নয়নে পথে হাঁটছে, কাজেই আমাদেরও উচিত হবে প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করা তথা সর্ব ক্ষেত্রে প্রযুক্তির জ্ঞান প্রয়োগ করে দেশ এবং জাতীর উন্নয়নে অংশিদার হয়ে দেশের একজন প্রকৃত নাগরিক হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করা।
Leave a Reply