সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ গতকাল শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের বানভাসী অসহায় মানুষের মাঝে অসকস বাংলাদেশের বগুড়া জেলা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হরিখালী ও পাকুল্লা এজেন্ট শাখার পরিচালক আব্দুল হান্নানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ জুনাহিদ হোসেন সিএমপি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি (অবঃ) অসকস বাংলাদেশের বগুড়া জেলা কমিটি সৈনিক মোঃ সাজেদুর রহমান মহন, সহ-সভাপতি মিসেস লায়লা আরজুমান আরা মহন, সভাপতি সার্জেন্ট মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ সানোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা দুপচাঁচিয়া থানা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সিদ্দিক, বগুড়া সদর থানার সভাপতি সার্জেন্ট শাহ আলম, সোনাতলা সভাপতি শাহিন আলম, সেনা সদস্য মোঃ আবুল কালাম, সার্জেন্ট আমিনুল, কর্পোরাল রানা সরকার, কর্পোরাল এনামুল, সার্জেন্ট মোশারফ, কর্পোরাল নুরুল ইসলাম, সৈনিক শামীম প্রমুখ।
Leave a Reply