1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সারিয়াকান্দীতে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় রাস্তায় বাঁশের বেড়া দিল আসামীর পরিবার

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৬০

সোনাতলা সংবাদ ডেস্কঃ ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন আসামি ও তাঁর পরিবার। এতে শুধু বাদী নয় পাশের আরও পাঁচটি পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে ওই রাস্তায় এই বেড়া দেওয়া হয়।স্থানীয়রা জানান, জিয়ারুল সরকার (৪২) ৬ বছর আগে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় নারী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তানের বয়স ৬ মাস হলে রাতের আঁধারে শিশুকেও চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত জিয়ারুলের বিরুদ্ধে থানায় পৃথক অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।স্থানীয়রা আরও জানান, মামলা থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তিনি জামিনে বেরিয়ে আসেন। তবে জামিন নেওয়ার পর থেকে খোঁজ নেননি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। মামলা থেকে রেহায় পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে তিনি প্রস্তাব পাঠান। এ নিয়ে কয়েক দফা সালিস হয়।
রবিবার সন্ধ্যায় একই বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানায় ধার্য করা ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বাদীর পরিবার। কিন্তু জিয়ারুল তা দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়। বেড়ার কারণে আটকে পড়া এক ব্যক্তি বলেন, বাড়ির সামনে নদী, পেছনে খাল। বের হওয়ার একটাই রাস্তা সেটাও বন্ধ। বউ-বাচ্চা কেউ বাইরে বের হতে পারছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘কয়েক দফা ওই ঘটনায় বৈঠক হয়েছে। জিয়ারুলের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু অপহরণের মামলা চলমান। মামলাসহ প্রতিবন্ধী ওই তরুণীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল রাতে বৈঠক হয়। সেখানে তাঁকে ৩ লাখ টাকা মোহরানা পরিশোধ করে মীমাংসার প্রস্তাব দিলে সে দেড় লাখ টাকা দিতে চায়। এতে বাদীর পরিবার রাজি হননি। পরে রাতে জানতে পারি জিয়ারুল লোকজন নিয়ে বাদীর বাড়ির রাস্তায় বেড়া দিয়েছেন।’ এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তাঁর প্রথম স্ত্রী বলেন, জিয়ারুল বাইরে গেছেন। বেড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলেন। তিনি ভালো বলতে পারবেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘বেড়া দেওয়ায় বিষয়টি থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’-আজকের পত্রিকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট