বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে পুর্ব শত্রুতার জের ধরে অবৈধ ভাবে জমি দখল করতে না পেরে রাতের অন্ধকারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে জমিতে রোপনকৃত ধান নষ্ট করা হয়েছে।
৬ মার্চ সোমবার বিকেলে সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার মহিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নানের, উপজেলার মহিপুর মৌজার জেএল নং ১৫৩ দাগ নং – সাবেক দাগ নং- ১১১৭, বর্তমান হাল দাগ ১৯২২, মোট জমির পরিমান ১৭ শতাংশ জমি। উক্ত উক্ত জমিকে কেন্দ্র করে একই উপজেলার মহিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে, ইদ্রিস আলী, ও তছলিম উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন হলো বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৩ মার্চ গভীর রাতে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে জমির রোপন কৃত ধানের ক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে।ফলে ১৭ শতাংশ জমির সব ধান পুরে নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা।
Leave a Reply