সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা আগামীকাল রোববার। বগুড়ায় ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮ টায় বগুড়া শহরের সুত্রাপুরের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের এই জামায়াতের ইমামতি করবেন।
কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও বিভিন্ন ঈদগাহে, মাদরাসা মাঠে ঈদের জামায়াত হবে। জামিল মাদরাসায় ঈদের জামায়াত হবে সকাল ৭ টায়। এতে ঈমামতি করবেন শাইখুল হাদিস মাওলানা ইয়াকুব।
এ ছাড়াও আলতাফুন্নেছা ঈদগাহে (খেলার মাঠ) সকাল সোয়া ৮টায়, সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ধাওয়া পাড়া বাইতুস সালাম জামে মসজিদসংলগ্ন ঈদগাহে সকাল ৮টায়, বৃন্দাবনপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, আলামিয়াতলা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, শ্যামবাড়িয়া ঈদগাহে সকাল ৮টায়, ফুলবাড়ি দক্ষিণ পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, মালতিনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টায়, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রিয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ঠনঠনিয়া ঈদগাহে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়, ঠনঠনিয়া নূরুন আলা নুর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে সকাল ৮টায়, ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ ঈদগাহে সকাল ৭টায়, চকলোকমান কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৭টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে সকাল ৮টায়, কাটনারপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, সুলতানগঞ্জপাড়া ঈদগাহে সকাল ৭টায়, মালতিনগর হাইস্কুল ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠে সকাল ৮টায় বাংলাদেশ আহলে জমঈয়তে আহলে হাদীদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এই জামাতে নারীদের নামাজ আদায়ের সুয়োগ রয়েছে।
শাজাহানপুরের ঈদগাহ কমিটিগুলো ঈদের নামাজের সময় নির্ধারণ করেছে। নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী দক্ষিণ বেজোড়া ঈদগাহে সকাল সোয়া ৭টায়, বেজোড়া আহলে হাদিস কেন্দ্রিয় ঈদগাহ, সাজাপুর ফুলতলা আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠ এবং আশেকপুর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এদিকে ইসলামী ফাউন্ডেশন বগুড়া সূত্রে জানা গেছে, জেলায় এবার ১ হাজার ৬৮৭ স্থানে ঈদ উল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮, শাজাহানপুরে ৪৬, শিবগঞ্জে ১৬২, গাবতলীতে ১৫৭, সোনাতলায় ১১৭, আদমদীঘিতে ২১০, দুপচাঁচিয়ায় ১০৪, কাহালুতে ১৪২, নন্দীগ্রামে ১৬২, শেরপুরে ১২১, সারিয়াকান্দিতে ১৫৮ ও ধুনটে ২৬০ টি ঈদের জামায়াতের আয়োজন করা হচ্ছে।
Leave a Reply