পাকুল্লা সংবাদদাতাঃ গতকাল সোনাতলার পাকুল্লা ইউনিয়নের সরকার পাড়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আপেল সরকার নামের এক যুবক আহত হয়েছে। এসময় আরও গুরুতর আহত হয়েছে রশিদ সরকার,আইয়ুব সরকার,আলমগীর সরকার,জাহাঙ্গীর সরকার, ইসমত আরা খাতুন, আওয়ালী খাতুন ও হালিমা খাতুন।আহতদের চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে আপেল সরকার এবং হালিমা খাতুনের অবস্থা আশংখাজনক বলে জানাগেছে। প্রতিপক্ষ আমবু সারকার,সাজাদুল সরকার,আলামিন সরকারদের সাথে জমিজমা নিয়ে বিরোধের সূত্রধরে তারা হামলা চালায় বলে জানাগেছে।
এঘটনায় সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানাগেছে।
Leave a Reply