কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা প্রশাসন, কাহালু থানা, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গতকাল শুক্রবার জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচাজ আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। বঙ্গবন্ধুর বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান।
আলোচনায় সভায় অংশগ্রহন করেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আহছানুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামাল উদ্দিন কবিরাজ, আঃ হান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম সফিক, প্রচার সম্পাদক রুহুল আমিন, নারহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন তালুকদার বেলাল, বীরবেদার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান রুমি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ উচ্ছাসসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply