কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা সংলগ্ন ঐতিহ্যবাহী কালুপীরের ওরস উপলক্ষে টিএন বালিকা বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসে। পূর্বের শক্রুতার জের ধরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মোঃ আলিফ (১৭) প্রতিপক্ষের বার্মিজ চাকুর আঘাতে গুরুত্বের জখম হয়। অলিফকে প্রথমে কাহালু হাসপাতাল নিলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া তাকে বগুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়।
এদিকে এই ঘটনা ঘটার পর পরই ঘটনার সাথে জড়িত মোঃ আবু হুরায়রা (১৭) নামের এক কিশোরকে বার্মিজ চাকুসহ আটক কেরে পুলিশের কাছে দেন। আহত আলিফ পৌর সদরের জামতলার মানিকের ছেলে এবং গ্রেফতারকৃত হুরায়রা পাল্লাপাড়ার হারুনুর রশিদের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় আহত আলিফের বোন মারুফা আক্তার একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরনে বলা হয়েছে পূর্বের শত্রæুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।
Leave a Reply