কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ঈদের রাতে কাহালু পৌর স্বেচ্ছা সেবকলীগের অফিস ঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব জানান, পৌর স্বেচ্ছা সেবক অফিসেসব-সময় নেতাকর্মীরা আসা-যাওয়া করে। যারফলে অফিসে তালা লাগানো থাকেনা। ঈদের দিন রাতে আমরা পরিবার পরিজন নিয়ে বাস্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা অফিসের ১৫ টি চেয়ারম্যার, একটি টেবিল, ওয়াই ফাই সংযোগের রাউটারসহ অনেক কিছু ভাংচুর করেছে।
Leave a Reply