গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর চকবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বুধবার বিদ্যালয় মাঠে মা/অভিভাবক সমাবেশ ও ৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদা নাসরিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাজমিলা আকতার কাকুলী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সোহেল আরমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য যে, ২০২২সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চকবোচাই সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৩জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই ৩জনের মধ্যে ২জন ট্যালেন্টপুল এবং ১জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তির কৃতিত্ব অর্জন করেছে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা হলো ছামিউল হক এবং কে এম সাদবিন নুর রোহিত ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাদিকুল ইসলাম। এছাড়াও এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হাসিবুল হাসান ২০১৮সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অধ্যয়নরত রয়েছে।
Leave a Reply