নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের , বিএনপি অঙ্গদলের, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংকৃতিক, সংগঠনের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। বীরমুক্তিযোধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও ইফতার মাহফিল উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন। এতে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কুরশিয়া আকতার, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ(নান্নু), উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সৈকত হাসান, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, আখতার হোসেন বুলু, মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৗলশী মাহবুবুল হক, কৃষি অফিসার সোহবার হোসেন, পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মাইনুল হক, নির্বাচন অফিসার আশরাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও পৌর কমিশনার নিপুন আনোয়ার কাজল, ৭টি ইনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারীগণ, ইসলমিক ফাউন্ডেশনের নেতৃবিন্দ।
Leave a Reply