কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউপি’র ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আঃ রহিমকে অন্যায়ভাবে হামলা, মারধর ও পুলিশে সোপর্দ করার ঘটনায় ৮ জন উদ্যোক্তা ওই ইউপি চেয়ারম্যন জোবায়দুল ইসলাম সবুজের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
তারা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়ে কালবেলাকে বলেছেন, অভিযোগের অনুলিপি ঢাকা কেন্দ্রীয়, রাজশাহী বিভাগীয় ও বগুড়া জেলা উদ্যোক্তা ফোরামে পাঠানো হচ্ছে।
জানা গেছে সম্প্রতি কালাই ইউনিয়ন থেকে বাগেরহাট জেলার এক মহিলা জন্ম সনদ নিয়ে নিজ এলাকায় চাকুরীর আবেদন করেন। বাগেরহাট জেলার মহিলা কালাই ইউনিয়ন থেকে কিভাবে জন্ম সনদ পেল? এই প্রশ্ন সামনে আসার পর এখানে স্থানীয় প্রশাসন ও কালাই ইউপি’র জনপ্রতিনিধি ও কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।
অভিযোগকারী ডিজিটাল সেন্টারের ৮ জন উদ্যোক্তার লিখিত অভিযোগ ও তাদের তথ্যমতে চেয়ারম্যান নিজের দায় এড়াতে তাঁর লোকজন গত ২৩ মার্চ রাতে উদ্যোক্তা আঃ রহিমকে তার বাড়ি থেকে তুলে আনা হয় পিলকুঞ্জ বাজারে। এরপর চেয়ারম্যান নিজে ও তাঁর লোকজন উদ্যোক্তা রহিমকে বেধরক মারপিট করে জোরপূর্বক অপরাধ স্বীকার করে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। উদ্যোক্তা আঃ রহিমকে অন্যায়ভাবে ফাসাতে তাঁর বিরুদ্ধে চেয়ারম্যান নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তাদের প্রশ্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কম্পিউটারের পাসওয়ার্ড চেয়ারম্যান ও সচিবের নামে। বাগেরহাট জেলার মহিলাকে চেয়ারম্যান ও সচিবের সীল দিয়ে জন্ম সনদ দেওয়া হয়েছে। সচিব ও চেয়ারম্যানের সীল এবং গুরুত্বপূর্ণ কম্পিউটারের পাসওয়ার্ড উদ্যোক্তা কিভাবে পেল?
কালাই ইউপি সচিব গোলাম রব্বানী জানান, সকল ইউনিয়ন পরিষদের কম্পিউটারের পাসওয়ার্ড উদ্যোক্তাদের জানা থাকে। যে, জন্ম সনদ দেওয়া হয়েছে সেটিতে আমি স্বাক্ষর করিনি।
ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ জানান, উদ্যোক্তা আগে থেকেই পরিষদের কাজ করে। তাঁর সব কিছুই জানা আছে। আমার স্বাক্ষর জাল করে সে ওই জন্ম সনদ দিয়েছে। সীলের বিষয়ে তিনি জানান, সচিবের রুমে সীল থাকে সেখান থেকে সীল নিয়ে এই কাজ করেছে। উদ্যোক্তাকে মারপিটের বিষয়ে তিনি জানান, আমি তাকে মারপিট করিনি। বিষয়টি স্বীকার না করায় অনেক লোকজনের মধ্য থেকে একজন তাকে দুটি চড় মেরেছে।
কাহালু থানার অফিসার ইনচাজ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি ভালো করে তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারন মোছাঃ মেরিনা আফরোজ জানান, উদ্যোক্তারা বিষয়টি আমাকে জানিয়েছে। তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।
Leave a Reply