কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে সেই সন্তান আপনাদের সবার মুখ উজ্জল করবে। সন্তানদের সঠিকভাবে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিলে সেই সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে। আপনার সন্তান পূর্ণ মানুষত্ব অবয়বে পরিনত হবে। আমাদের অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ নির্মাণ করে গেছেন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রে মানুষের জনবান্ধব দেশ হিসেবে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। গতকাল বুধবার রাতে কাহালু উপজেলার গিরাইল মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলাল চন্দ্র ও পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার।
Leave a Reply