নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলা মাসিক সমন্বয়, ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফৌরদাউসী রুম্পা, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, মৎস অফিসার হাফিজার রহমান, মহিলা বিষয়ক অফিসার মাইনুল হক, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেলাল, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু সহ আরো অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে, গরু মোটাতাজা করণ সফল করার লক্ষে আত্মকর্মীর মাঝে মোট চার প্রশিক্ষণ হাতে জনকে ৪লক্ষ ১০ টাকার চেক বিবরণ করেন।
Leave a Reply