কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শীতলাই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির দ্বন্দ নিয়ে ম্যানেজিং কমিটির বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাব্বির হোসেন (২৭) গুরুত্বরভাবে জখম হয়ে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন
গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মাদ্রাসার অফিস রুমে তিনটি শুন্য পদে নিয়োগসহ অন্যান্য বিষয়ে ম্যানেজিং কমিটির বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে রিমন (২০) নামের একজনকে পুলিশ আটক করেছে। একাধিক সুত্রে পাওয়া তথ্যমতে ওই মাদ্রাসার পরিচ্ছন্নকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়ার শুন্য পদে নিয়োগের জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির মধ্যে দ্বন্দ সৃষ্টি হয়। দ্বন্দের ফলে ৪ জন সদস্য পদত্যাগ পত্র দিয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার শুন্য পদে নিয়োগসহ অন্যান্য বিষয়ে মাদ্রাসায় ম্যানেজিং কমিটির বৈঠক বসে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আজিজুর রহমান জানান, বৈঠক চলাকালে ৪ জন যুবক অফিস কক্ষে হামলা চালায়। ম্যানেজিং কমিটির সভাপতি বেলালকে লাঠি দিয়ে আঘাত করে হামলাকারীরা।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল জানান, বৈঠক চলাকালে আমাদের উপর হামলা করা হয়। এসময় বিদ্যুৎসাহী সদস্য সাব্বির অফিস রুম থেকে বের হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের অনেকখানি মাংশ ঝুলে গেছে। মাদ্রাসা কতৃপক্ষের মতে ইসবপুর টুপিপাড়ার আরিফ নামের এক যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এব্যাপারে আরিফের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, মাদ্রাসার বৈঠকে যারা ছিলো তারা প্রতারক। আমরা সেখানে কোন ধারালো অস্ত্র নিয়ে যাইনি।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহ আল মামুন জানান, এঘটনায় একজন আটক রয়েছে। তবে এঘটনায় এখনো কেউ অভিযোগ করতে থানায় আসেনি।
Leave a Reply