কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে বগুড়ার কাহালুর নারহট্র লোহাজাল গ্রামের মরহুম আলহাজ্ব বছির উদ্দিন মন্ডলের স্ত্রী ও বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামের মাতা জরিনা বেগম (৮০) নিজ বাসভবনে মারা যান। (ইন্না——রাজেউন)। সোমবার বাদ যোহর লোহাজাল দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
তার জানাযায় শরিক হন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান, নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এসএমই/কৃষি শাখার ম্যানেজার ও অত্র ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. ে ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রুহুল আমিন, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান, নারহট্র ইউ পি সদস্য সহিদুল ইসলাম, গোলাম রব্বানী, সাবেক সদস্য তোতা মিয়া শাহানা সহ জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মরহুমার আতœীয় স্বজন সহ এলাকার প্রায় ২ হাজার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। জানাযা নামাজের ইমামতি করেন মরহুমার ছেলে আলহ্জ্বা শাহজাহান আলী মন্ডল। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
Leave a Reply