মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জুলুমবাজ সরকার আমাদের ভোটের ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এদেশে শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচনে অংশ নিবে না বিএনপি। তিনি আরো বলেন, আগামীদিনে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং নিরাপদে তারেক রহমানকে দেশে ফিরে না আনা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এ জন্য সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সামনে বিদ্যুৎ, তেল-গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে অধ্যাপক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, সহকারী অধ্যাপক নজমুল হোসেন, সুরাইয়া জেরিন রনি, মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, জুলফিকার হায়দার গামা, ফজলে রাব্বী ফিরোজ, সাহাদত হোসেন, মুঞ্জুর মোরশেদ, এমআর ইসলাম রিপন, জসিউর রহমান সোহেল, মিজানুর রহমান হিলু, শফিকুল ইসলাম রিবন, ডাঃ নুহু আলম, মনিরুজ্জামান ফারুক, সহমিনা আক্তার রুমা, আরিফুর রহান মজনু, রুহুল হাসান রুহিন, রাকিবুল হাসান হিরু, মামুনুর রশিদ ঠান্ডু, এমআর হাসান পলাশ, এসএম রাঙ্গা, আব্দুর রব বাশার, আমিনুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম পোটল, আবু বক্কর সিদ্দিক, জাকিরুল ইসলাম লুকু, মোস্তাফিজার রহমান, আবু মুসা বাবুল, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, ডিউ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে মেয়র সাইফুল ইসলাম, কায়দুজোহা টিপু, আব্দুর রহিম পিন্টু, আতিকুর রহমান আতিক, আবুল হোসেন মোল্লা, আতোয়ার রহমান, তাজুল ইসলাম, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, এসএম ববিউল ইসলাম দারুন, মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মাহারুফ স¤্রাট, মশিউর রহমান সুমন, আনোয়ার হোসেন, চঞ্চল রায়, ডিটল, তৌকির, মানিক সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।
Leave a Reply