কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এ সংবাদ প্রকাশের পর বগুড়ার কাহালুতে বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করার অপরাধে বগুড়ার কাহালু উপজেলার শেখাহার ভাই ভাই সেমাই কারখানার ৫০ হাজার টাকা ও কাজিপাড়া নাঈম-রিমন সেমাই কারখানার ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে দুটি লাচ্ছা সেমাই কারখানার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার কাহালু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মেরিনা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে ওই দুটি কারখানা মালিকের জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, কাহালু হাসপাতালের সেনেটারী ইনেসপেক্টার ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম।
Leave a Reply