সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাতা স্কুল ব্যাগ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও কম্পিউটার বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লিটনের সভাপতির বক্তব্যে রাখেন ও বিতরণ করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এরিয়া কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, এসময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, থানা ইন্সপেক্টর তদন্ত আব্দুল মুন্নাফ, বালুহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান কবির, উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়াহেদ, হরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ আশরাফুল ইসলাম প্রমূখ। শেষে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২২২ টি ছাতা ,২৬৫, স্কুল ব্যাগ, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাইকার অর্থায়নে ৪০টি কম্পিউটার বিতরণ করা হয়।
Leave a Reply